পর্দা উঠে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর চার ছক্কার এই টুর্নামেন্টে। এবারই প্রথম ২০ দল এর খেলা দেখতে মুখিয়ে আছে দর্শকরা। জেনে নেয়া যাক, কোন কোন চ্যানেল এ এবার দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সব গুলা ম্যাচ।
ভারতের ষ্টার স্পোর্টস এবং হটস্টারে দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সব গুলা ম্যাচ। এছাড়া পাকিস্তানের পিটিভি ও টেন স্পোর্টস
ভারতের স্টার স্পোর্টস ও হটস্টারে দেখা যাবে খেলা। পাকিস্তানে পিটিভি ও টেন স্পোর্টসের পাশাপাশি মাইকো-তামাশা অ্যাপেও ম্যাচগুলো দেখা যাবে। এবং মাইকো তামাশা এপপ্স এ দেখা যাবে। যুক্তরাষ্টে ও কানাডায় উইলো, ওয়েস্ট ইন্ডিজে এসপিএন। শ্রীলংকায় দেখাবে টিভি ওয়ান, সিরাসা এবং শক্তি চ্যানেল।
বাংলাদেশে খেলা দেখা যাবে নাগরিক টেলিভিশনে এবং টফি অ্যাপে। ইংল্যান্ডে দেখা যাবে স্কাই স্পোর্টস , সাউথ আফ্রিকা ও উগান্ডায় দেখা যাবে সুপার স্পোর্টস টিভি চ্যানেল এ।
সবচেয়ে অবাক বিষয় হলো কোনো টিভি চ্যানেল এ খেলা দেখা যাবেনা অস্ট্রেলিয়ায়। ওই দেশের দর্শকরা বিশ্ব কাপের ম্যাচ দেখতে পারবে প্রাইম ভিডিওর ওয়েবসাইট ও অ্যাপে।
আইসিসি অফিসিয়াল টিভিতেও দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্ব কাপের সব গুলা ম্যাচ।
এছাড়া মিড উইকেট জোন মিড উইকেট জোন ওয়েব সাইট থেকে এবং ফেইসবুক পেজ মিড উইকেট জোন মিড উইকেট জোন থেকে টি-টোয়েন্টি বিশ্ব কাপের সব গুলা ম্যাচ দেখা যাবে।